কবিতাসমগ্র ৪ – সুনীল গঙ্গোপাধ্যায়
প্রথম সংস্করণ জানুয়ারি ২০০৮
দেবস্মিতা ও রাহুল দাশগুপ্ত-কে
ভূমিকা
এ পর্যন্ত আমার যে কয়েকটি খণ্ড কবিতাসমগ্র প্রকাশিত হয়েছে, সেগুলির সঙ্গে এই খণ্ডটির বেশ তফাত আছে। আগের খণ্ডগুলিতে আমার পরপর কাব্যগ্রন্থগুলি স্থান পেয়েছে, এই খণ্ডে শেষের অংশে কোনো কাব্যগ্রন্থ নয়, সংযোজিত হয়েছে প্রচুর অগ্রন্থিত কবিতা। এত অগ্রন্থিত কবিতা এল কোথা থেকে? প্রথম দিকের কাব্যগ্রন্থে আমি পত্রপত্রিকায় প্রকাশিত অনেক কবিতাই বাদ দিতাম, আঙ্গিকের দুর্বলতার জন্য, কিংবা কবিতার শরীরে লেপ্টে থাকা অনাবশ্যক ভাবালুতা, কিংবা নিছক সমসাময়িকতা। আমি মনে করতাম, হারিয়ে যাওয়াই সেইসব দুর্বল কবিতার নিয়তি।
যেমন, আমার জীবনে প্রথম প্রকাশিত কবিতা ‘একটি চিঠি’, সেটি রচনার প্রসঙ্গ উল্লেখ আছে আমার বিভিন্ন গদ্য রচনায়। কিন্তু পনেরো বছর বয়েসে রচিত মূল কবিতাটি এমনই কাঁচা মনে হয় যে সেটিকে আমি স্মৃতি থেকে নির্বাসন দেওয়াই সংগত মনে করেছিলাম। ঠিক কোন বছরের কোন মাসে সেটি ‘দেশ’ পত্রিকায় ছাপা হয়েছিল, তাও আমার মনে ছিল না। কিন্তু অনুজ কবি শ্রীশ্যামলকান্তি দাশ ১৯৫১ সালের মে মাসের দেশ পত্রিকার বিবর্ণ পৃষ্ঠা থেকে সেই কবিতাটি উদ্ধার করে আনে এবং দাবি জানায় যে ইতিহাসের খাতিরে সেই কবিতাটি কোনও কাব্যগ্রন্থে স্থান পাওয়া উচিত। তবু আমি অনেকদিন দ্বিধা করেছি। তারপর আরও অনেক শুভার্থী, বিশেষ করে তরুণ কবি শ্রী রাহুল দাশগুপ্ত অনেক লুপ্ত কবিতা উদ্ধার করে এনেছে সেই একই দাবিতে। কবিতা হিসেবে উত্তীর্ণ না হলেও তাতে সময়ের ছবি আছে। এই সংকলনে গ্রথিত সেই সব নিরুদ্দেশ থেকে ফিরে আসা কবিতা সময়ের কথা মনে রেখেই পড়তে হবে। অনেকগুলিই কৈশোর ও প্রথম যৌবনে লেখা। কৃত্তিবাস পত্রিকার প্রথম সংখ্যার কবিতাও রয়েছে এর মধ্যে। বাংলাদেশ যুদ্ধের সময় রচিত কিছু ছড়া ও কবিতাও স্থান পেয়েছে।
‘অন্যদেশের কবিতা’ পৃথকভাবে প্রকাশিত গ্রন্থ, কিন্তু সেটি এতদিন কাব্য সংগ্রহে স্থান পায়নি, কারণ অনুবাদ কবিতা মৌলিকের পাশাপাশি স্থান পেতে পারে কি না সে বিষয়ে মনস্থির করতে পরিনি এতদিন। পাছে সেটি হারিয়ে যায়, সেই আশঙ্কায় এবার এই সংগ্রহের অন্তর্গত হলো। ‘অন্য দেশের কবিতা’র বাইরেও যে আমি কিছু কিছু কবিতা অনুবাদ করেছি নানা সময়ে, তা মনেও ছিল না। ফিরে এসেছে সেই অনুবাদগুলিও। তবু আমার এখনও দ্বিধা রয়ে গেল।
সুনীল গঙ্গোপাধ্যায়
গ্রন্থপরিচয়
সেই মুহূর্তে নীরা
প্রথম সংস্করণ জানুয়ারি, ১৯৯৭। পৃ. ৮০। মূল্য ৩০.০০।
প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড,
প্রচ্ছদ: কৃষ্ণেন্দু চাকী।
উৎসর্গ: মল্লিকা সেনগুপ্ত/ও/সুবোধ সরকার-কে।
ভোরবেলার উপহার
প্রথম সংস্করণ: জানুয়ারি ১৯৯৯। পৃ. ৬৪। মূল্য ৩৫.০০। প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড।
প্রচ্ছদ: প্রবীর সেন।
উৎসর্গ: মুনমুন ও সৌমিত্র মিত্র-কে।
অন্যদেশের কবিতা
প্রথম আনন্দ সংস্করণ বৈশাখ ১৪০০, তৃতীয় মুদ্রণ আশ্বিন ১৪১০।
পৃ. ১৩২। মূল্য ৫০.০০
প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড।
প্রচ্ছদ: সুনীল শীল।
উৎসর্গ: সাগরময় ঘোষ / শ্রদ্ধাস্পদেষু। প্রথম সংস্করণ: মাঘ ১৩৭৩।
Leave a Reply