কবিতাসমগ্র ২ – শামসুর রাহমান
প্রচ্ছদ – কাইয়ুম চৌধুরী
.
ভূমিকা
আমার কবিতা সমগ্রের দ্বিতীয় খণ্ডের জন্মলগ্নে প্রিয়, দরদী এবং কবিতা প্রেমিকদের কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ তারা প্রথম খণ্ডকে ধুলোয় লুটিয়ে থাকতে দেননি। ফলে আমি উৎসাহিত বোধ করছি। তাঁরা যে আমার জনাব প্রকাশককে দ্বিতীয় খণ্ড এত দ্রুত প্রকাশ করতে উৎসাহিত করলেন তাতে তিনি আমার রচনাবলীর প্রতি খুব অল্পসময়েরা মধ্যে আস্থা স্থাপন করেছেন।
শামসুর রাহমানের ‘কাব্যসমগ্র ১’ ধুলোয় লুটোয়নি বলে প্রকাশক জনাব মনিরুল হক দ্বিতীয় খণ্ডের ভূমিকা লেখার জন্যে এত তাড়াহুড়ো করছেন। স্বীকার করছি, সাধারণত আমি আলসে প্রকৃতির লোক। তাই, আমার কাজ যথা শীগগীর শুরু হয় না, শেষতো হয়ই না। তবে এই প্রথমবারের মতো আমি নিজের চারিত্রিক বৈশিষ্ট্যকে কান মলে কর্মটি যথাসময়ে শেষ করতে পেরেছি।
কী করে যে কাজটি করতে পারলাম তার কারণ শেষ তক স্পষ্ট হলো আমার কাছে। পাঠক-পাঠিকাদের উদার চাহিদাই আমাকে অনিচ্ছা এবং আলস্যের কামড় থেকে ছিনিয়ে শব্দ-রচনার দরবারে ঠেলে দিয়েছে। তাছাড়া এটা তো তার কবিতা-সৃষ্টির ব্যাপার নয় যে, প্রায় প্রতি পংক্তিতে সৃজনশীল বাক্যের আভা ছড়িয়ে দিতে হবে।
সে যাই হোক, পাঠক-পাঠিকাগণ যদি দয়া করে কাব্য গ্রন্থের দ্বিতীয় খণ্ডটিকেও প্রথম খণ্ডটির মর্যাদা দান করেন তাহলে বরাবরের মতো, বিশ্বাস করুন, এবারও আপনাদের কাছে ঋণীতো থাকবোই, হ্যাঁ, কৃতজ্ঞও থাকবো।
শামসুর রাহমান
ঢাকা ৮/১০/২০০৫
Leave a Reply