শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
And what will make you know what the night of Al-Qadr (Decree) is?
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
Wama adraka ma laylatu alqadri
YUSUFALI: And what will explain to thee what the night of power is?
PICKTHAL: Ah, what will convey unto thee what the Night of Power is!
SHAKIR: And what will make you comprehend what the grand night
KHALIFA: How awesome is the Night of Destiny!
২। কি ভাবে তুমি জানবে মহিমান্বিত রজনী কি ?
৩। মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা উত্তম। ৬২১৮
৬২১৮। এই আয়াতের সহস্র মাস শব্দটি আক্ষরিক ভাবে অর্থ করার কোন অবকাশ নাই। ‘সহস্র মাস’ শব্দটি দ্বারা সীমাহীন সময়কে বুঝানো হয়েছে। দেখুন [ ৩২ : ৪ – ৫] আয়াতের টিকাদ্বয় ৩৬৩২ ও ৩৬৩৪; এবং [ ৭০ : ৪ ] আয়াতের টিকা ৫৬৭৮ক। আল্লাহ্র হেদায়েতের আলোতে এক মূর্হুতের জন্য আলোকিত হওয়া হাজার হাজার বছর ব্যপী পশু জীবন যাপন অপেক্ষা শ্রেয়। মানুষের জীবনে যখন এরূপ কোন মূহুর্ত আসে তবে সেই মূহুর্তে আত্মিক অন্ধকার কেটে যায় এবং আত্মা সৌন্দর্য মন্ডিত হয়ে দ্যুতি বিকিরণ করে।
কবির ভাষায়:
আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের ‘পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান!
না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।