2 of 3

095.002

এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
By Mount Sinai,

وَطُورِ سِينِينَ
Watoori seeneena

YUSUFALI: And the Mount of Sinai,
PICKTHAL: By Mount Sinai,
SHAKIR: And mount Sinai,
KHALIFA: Mount Sinai.

২। এবং সিনাই পর্বতের ৬১৯৬,

৬১৯৬। এই সেই পর্বত যে পর্বতে হযরত মুসাকে আল্লাহ্‌ বিধান দান করেন। দেখুন সূরা [ ১৯ : ৫২ ] আয়াত ও টিকা ২৫০৪। এখানেই আল্লাহ্‌ তাঁর বিধান সমূহ হযরত মুসাকে দান করেন ও আল্লাহ্‌র মহিমা দর্শন করান। কিন্তু ইহুদীরা কি সেই আইন বিশ্বস্ততার সাথে মেনে চলে ?