এবং আমার জান্নাতে প্রবেশ কর।
”And enter you My Paradise!”
وَادْخُلِي جَنَّتِي
Waodkhulee jannatee
YUSUFALI: “Yea, enter thou My Heaven!
PICKTHAL: Enter thou My Garden!
SHAKIR: And enter into My garden.
KHALIFA: Welcome into My Paradise.
২৯। ” আমার সেবক দলের অন্তর্ভূক্ত হও!
৩০। ” হ্যাঁ, আমার জান্নাতে প্রবেশ কর।” ৬১২৯
৬১২৯। বেহেশতের সর্বোচ্চ বর্ণনা হচ্ছে “Enter my heaven”। মানুষ বেহেশত সম্বন্ধে নানা ধরণের কল্পনার জাল বুনতে পারে,নানা ভাবে তার বর্ণনা করতে পারে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে কোন ভাষাই সে বর্ণনার প্রকৃত যোগ্যতা রাখে না। ” আমার জান্নাত ” আল্লাহ্র নিজস্ব যে বেহেশত এই বাক্যটি দ্বারা বেহেশতের বর্ণনার সর্বোচ্চ প্রকাশ করা হয়েছে। আল্লাহ্র অনুগ্রহ হলে আমরা সেখানে প্রবেশের অনুমতি পেয়ে ধন্য হব।