অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।
”Enter you, then, among My honoured slaves,
فَادْخُلِي فِي عِبَادِي
Faodkhulee fee AAibadee
YUSUFALI: “Enter thou, then, among My devotees!
PICKTHAL: Enter thou among My bondmen!
SHAKIR: So enter among My servants,
KHALIFA: Welcome into My servants.
২৯। ” আমার সেবক দলের অন্তর্ভূক্ত হও!
৩০। ” হ্যাঁ, আমার জান্নাতে প্রবেশ কর।” ৬১২৯
৬১২৯। বেহেশতের সর্বোচ্চ বর্ণনা হচ্ছে “Enter my heaven”। মানুষ বেহেশত সম্বন্ধে নানা ধরণের কল্পনার জাল বুনতে পারে,নানা ভাবে তার বর্ণনা করতে পারে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে কোন ভাষাই সে বর্ণনার প্রকৃত যোগ্যতা রাখে না। ” আমার জান্নাত ” আল্লাহ্র নিজস্ব যে বেহেশত এই বাক্যটি দ্বারা বেহেশতের বর্ণনার সর্বোচ্চ প্রকাশ করা হয়েছে। আল্লাহ্র অনুগ্রহ হলে আমরা সেখানে প্রবেশের অনুমতি পেয়ে ধন্য হব।