বরং এটা মহান কোরআন,
Nay! This is a Glorious Qur’ân,
بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ
Bal huwa qur-anun majeedun
YUSUFALI: Day, this is a Glorious Qur’an,
PICKTHAL: Nay, but it is a glorious Qur’an.
SHAKIR: Nay! it is a glorious Quran,
KHALIFA: Indeed, it is a glorious Quran.
২১। না, না ইহা তো গৌরবময় কুর-আন,
২২। সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ৬০৬৬।
৬০৬৬। ‘সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ‘ – আল্লাহ্র বাণী কোনও ক্ষণস্থায়ী বস্তু নয়। এই বাণীর শিক্ষা শ্বাসত, চিরস্থায়ী সত্য। মানুষের জীবনে চলার পথে এই বাণীর হিত বা মঙ্গল সর্বযুগের সর্ব কালের মানুষের জন্য সমভাবে কার্যকর ছিলো, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। সমাজ জীবন ও ব্যক্তিজীবন তখনই সুখ শান্তিতে উজ্জ্বল ও পরিতৃপ্ত হয়ে ওঠে যখন ব্যক্তি বা সমাজ আল্লাহ্র বিধান অনুযায়ী ন্যায় ও সত্যের দ্বারা পরিচালিত হয়। “সংরক্ষিত ফলক” দ্বারা বুঝানো হয়েছে আল্লাহ্র এই অমোঘ বিধান সমূহ কখনও কোনও যুগেই বিকৃত হয়ে যায় নাই। প্রাচীন যুগ থেকে অদ্যাবধি ধর্মের যে নৈতিক নীতিমালা তা রয়েছে অক্ষয় ও শ্বাসত সত্য যা চিরস্থায়ী থাকবে ভবিষ্যতেও। দেখুন [ ১৫ : ৯ ] আয়াত যেখানে বলা হয়েছে এই বাণী অবিকৃত অবস্থায় রক্ষা করা হবে। আল্লাহ্র এ বাণীর মুল গ্রন্থ হচ্ছে পবিত্র কোরাণ। দেখুন [ ৩ : ৭ ] আয়াতের টিকা ৩৪৭।