সিংহাসনে বসে অবলোকন করবে।
On thrones, looking (at all things).
عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ
AAala al-ara-iki yanthuroona
YUSUFALI: On Thrones (of Dignity) will they command a sight (of all things):
PICKTHAL: On couches, gazing,
SHAKIR: On thrones, they shall gaze;
KHALIFA: On luxurious furnishings they watch.
২২। সত্যিই পূণ্যাত্মারা থাকবে পরম প্রশান্তিতে ;
২৩। তারা [ মর্যদার ] সিংহাসনে উপবেশন করে অবলোকন করবে [ সকল জিনিষ ] ৬০২২
৬০২২। দেখুন অনুরূপ আয়াত [ ৩৬ : ৫৬ ]।