এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?
Then in what statement after this (the Qur’ân) will they believe?
فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ
Fabi-ayyi hadeethin baAAdahu yu/minoona
YUSUFALI: Then what Message, after that, will they believe in?
PICKTHAL: In what statement, after this, will they believe?
SHAKIR: In what announcement, then, after it, will they believe?
KHALIFA: Which Hadith, other than this, do they uphold?
৪৯। হায় ! সত্যকে প্রত্যাখানকারীদের জন্য সেদিন হবে দুর্ভাগ্য ;
৫০। সুতারাং উহার [ কুর-আনের ] পরিবর্তে আর কোন কথায় তারা বিশ্বাস স্থাপন করবে ? ৫৮৮৮
৫৮৮৮। কুর-আন হচ্ছে সহজ সরল পথের ঠিকানা। কুরআনের মাধ্যমে আদম সন্তানের জন্য সহজ সরল পথের পথ নির্দ্দেশ প্রেরণ করা হয়েছে। তার পরেও যারা তা গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করে থাকে, তবে তারা কার দেওয়া পথ নির্দ্দেশ গ্রহণ করবে ? অবশ্যই এই পথ নির্দ্দেশ হচ্ছে ইসলাম ও কোরাণ।