2 of 3

077.026

জীবিত ও মৃতদেরকে?
For the living and the dead.

أَحْيَاء وَأَمْوَاتًا
Ahyaan waamwatan

YUSUFALI: The living and the dead,
PICKTHAL: Both for the living and the dead,
SHAKIR: The living and the dead,
KHALIFA: For the living and the dead?

২৫। আমি কি ভূমিকে সৃষ্টি করি নাই ধারণকারী রূপে ;

২৬। জীবিত ও মৃতের জন্য ৫৮৭৫ ;

৫৮৭৫। কি অপূর্ব উপমা হচ্ছে এই আয়াত। পৃথিবীতে ভালো-মন্দ, জীবন -মৃত্যু,ধ্বংস -সৃষ্টি, আগুন -পানি, পাপ -পূণ্য পাশাপাশি বিরাজ করে। শুধু বিরাজ করে বললে ভুল বলা হবে একে অন্যকে অতিক্রম করে যেতে সর্বদা সচেষ্ট। “জীবিত” হচ্ছে যে কোন সৃষ্টি বা জীবনের প্রতীক, “মৃত ” হচ্ছে যে কোন ধ্বংস বা মৃত্যুর প্রতীক। এই প্রতীকের মাধ্যমে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আল্লাহ্‌র রাজত্বের অত্যাচার্য ঘটনা প্রবাহের দিকে। অনুভব করতে বলা হয়েছে সম্পূর্ণ বিপরীতধর্মী ঘটনা প্রবাহ কিভাবে স্ব স্ব অস্তিত্বে বিরাজমান থাকে ও একে অন্যকে অতিক্রম করে। ঠিক সে ভাবেই পৃথিবীর মানদন্ডে যারা দরিদ্র ও মান মর্যদাহীন,পরলোকের জীবনে তারাই হবেন মর্যাদার অধিকারী। ভিখারী লাভ করবে রাজার সম্মান আবার ফেরাউনের ন্যায় দোর্দ্দন্ড প্রতাপশালী নৃপতি হবে দোযখের অধিবাসী।