আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
Did We not destroy the ancients?
أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ
Alam nuhliki al-awwaleena
YUSUFALI: Did We not destroy the men of old (for their evil)?
PICKTHAL: Destroyed We not the former folk,
SHAKIR: Did We not destroy the former generations?
KHALIFA: Did we not annihilate the earlier generations?
১৪। কি তোমাকে ব্যাখ্যা করবে যে বাছাই করার দিবস কি ?
১৫। হায় ! সত্যকে প্রত্যাখানকারীদের জন্য সেদিন হবে দুভার্গ্য।
১৬। [ পাপের দরুণ ] আমি কি প্রাচীনকালের লোকদের ধ্বংস করি নাই ? ৫৮৭০
৫৮৭০। আল্লাহ্র আইন বা বিধান সর্বকালে সর্বযুগে অপরিবর্তনীয়। নূহ্ এর সম্প্রদায়ের জন্য যা ছিলো, আরবের আ’দ ও সামুদ সম্প্রদায়ের জন্যও ছিলো সেই একই বিধান। পৃথিবীর ইতিহাস বলে, যুগে যুগে বিভিন্ন জাতি জ্ঞানে, গরিমায়, সভ্যতায়, পৃথিবীকে করেছে আলোকিত যেমনঃ ইজিপ্ট, মেসোপোটেমিয়া, সিন্ধু নদের সভ্যতা ইত্যাদি। যতদিন তারা তাদের সমাজ ব্যবস্থায় আল্লাহ্র বিধানের অর্থাৎ ন্যায় ও সত্যের প্রতিফলন ঘটাতে পেরেছে, ততদিন তারা জ্ঞানে, সভ্যতায় উন্নতির শীর্ষে বিরাজ করেছে। যখনই তারা সেই বিধান থেকে বিচ্যুত হয়েছে তখনই তাদের পতন ঘটেছে। পৃথিবীর বর্তমান প্রজন্ম যারা তাঁদের বিজ্ঞান ও সভ্যতার জন্য গর্বিত। যদি তারা আল্লাহ্র বিধান থেকে বিচ্যুত হয়, তবে তাদেরও ধ্বংস হবে অনিবার্য। এ কথা স্মরণ রাখতে হবে আল্লাহ্র বিধান হচ্ছে সর্বোচ্চ সত্য ও ন্যায়। অর্থাৎ তা সর্বদা ন্যায় ও সত্যের উপরে প্রতিষ্ঠিত। এভাবেই ন্যায় ও সত্য থেকে বিচ্যুতির ফলে পূর্ববর্তীরা ধ্বংস প্রাপ্ত হয়েছে।