সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে?
He asks: ”When will be this Day of Resurrection?”
يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ
Yas-alu ayyana yawmu alqiyamati
YUSUFALI: He questions: “When is the Day of Resurrection?”
PICKTHAL: He asketh: When will be this Day of Resurrection?
SHAKIR: He asks: When is the day of resurrection?
KHALIFA: He doubts the Day of Resurrection!
৬। সে জিজ্ঞাসা করে পুণরুত্থানের দিন কবে আসবে ? ” ৫৮১৪
৫৮১৪। প্রশ্নটি হচ্ছে উপহাসমূলক এবং এর মাধ্যমে সন্দেহ প্রকাশ করা হয়েছে। কাফেররা বিশ্বাস করে না পরলোকের জবাবদিহিতায়। প্রকৃত পক্ষে তারা পরলোকের অনন্ত জীবনে বিশ্বাসী নয়। তারা বিশ্বাস করে যে মৃত্যুই জীবনের শেষ পরিসমাপ্তি।