কাফেরদের জন্যে এটা সহজ নয়।
Far from easy for the disbelievers.
عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ
AAala alkafireena ghayru yaseerin
YUSUFALI: Far from easy for those without Faith.
PICKTHAL: Not of ease, for disbelievers.
SHAKIR: For the unbelievers, anything but easy.
KHALIFA: For the disbelievers, not easy.
৮। অবশেষে যখন, শিঙ্গা বাজানো হবে,
৯। সেদিন হবে এক কঠিন দিন, ৫৭৮৩
১০। যারা কাফের তাদের জন্য নিশ্চয় তা সহজ হবে না।
৫৭৮৩। আল্লাহ্র রহমত প্রত্যাশীদের বর্ণনা শেষে তারই পটভূমিতে তুলে ধরা হয়েছে পাপীদের অবস্থানকে। সাধারণতঃ পৃথিবীর ভোগ বিলাসের জীবনে পাপীরা থাকে আত্ম নিমগ্ন ও পরিতৃপ্ত। কিন্তু শেষ বিচারের দিনে তাদের অবস্থা কি হবে ? শেষের সে দিন হবে বড়ই ভয়ঙ্কর।