2 of 3

070.033

এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল-নিষ্ঠাবান
And those who stand firm in their testimonies;

وَالَّذِينَ هُم بِشَهَادَاتِهِمْ قَائِمُونَ
Waallatheena hum bishahadatihim qa-imoona

YUSUFALI: And those who stand firm in their testimonies;
PICKTHAL: And those who stand by their testimony
SHAKIR: And those who are upright in their testimonies,
KHALIFA: Their testimony is truthful.

৩৩। এবং যারা তাদের সাক্ষ্যদানে অটল থাকে, ৫৬৯৬

৫৬৯৬। “সাক্ষ্য দানে অটল ” – অর্থাৎ যদি আমরা প্রকৃত সত্য ঘটনা অবগত থাকি, তবে আমাদের উপরে সত্য সাক্ষী দানের দায়িত্ব্‌ ও কর্তব্য আরোপিত হয়। যদি এই সাক্ষ্য দানে আমাদের পরিবার পরিজন বা নিকট জনেরা ক্ষতিগ্রস্থ হয় – তবুও সত্য সাক্ষ্য দান থেকে বিরত থাকা চলবে না। এই সাক্ষ্য দানে হতে হবে ‘অটল’ – অর্থাৎ নির্ভিক, পক্ষপাতহীন। এই সাক্ষ্য যদি আমাদের দুঃখ কষ্টে নিপতিত করে, ক্ষতির সম্মুখীন করে, বন্ধু-বান্ধব হীন করে, তবুও সত্যের পতাকাকে সমুন্নত রাখতেই হবে। কারণ তা আল্লাহ্‌র হুকুম। মিথ্যা ও পাপমুক্ত হয়ে সত্যাশ্রয়ী জীবনের অঙ্গনে যাদের পদচারণা তারাই আল্লাহ্‌র প্রিয় বান্দা।