তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।
And none of you could withhold Us from (punishing) him.
فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ
Fama minkum min ahadin AAanhu hajizeena
YUSUFALI: Nor could any of you withhold him (from Our wrath).
PICKTHAL: And not one of you could have held Us off from him.
SHAKIR: And not one of you could have withheld Us from him.
KHALIFA: None of you could have helped him.
৪৭। অতঃপর তোমাদের মধ্যে এমন কেহ নাই যে তাকে [ আমার ক্রোধ থেকে ] রক্ষা করতে পারে ৫৬৭১
৫৬৭১। রাসুলের (সা) জীবন ইতিহাস প্রমাণ করে যে, বিপদ বিপর্যয়ের মাঝে; প্রচন্ড দুর্যোগের মাঝেও আল্লাহ্র কল্যাণ হস্ত তাঁকে সর্বদা রক্ষা করে এসেছে। যদি তিনি প্রতারক হতেন তবে আল্লাহ্ তাঁকে রক্ষা করতেন না।