ইনশাআল্লাহ না বলে।
Without saying: Inshâ’ Allâh (If Allâh will).
وَلَا يَسْتَثْنُونَ
Wala yastathnoona
YUSUFALI: But made no reservation, (“If it be Allah’s Will”).
PICKTHAL: And made no exception (for the Will of Allah);
SHAKIR: And were not willing to set aside a portion (for the poor).
KHALIFA: They were so absolutely sure.
১৮। কিন্তু তারা ‘ইন্শাআল্লাহ্ ‘ বলে নাই ৫৬০৭।
৫৬০৭। এ কথা সকলের স্মরণ রাখা কর্তব্য যে, আমাদের সকল পরিকল্পনা এবং কার্যকরী পদক্ষেপ এবং সাফল্য সম্পূর্ণ আল্লাহ্র ইচ্ছার ও পরিকল্পনার উপরে নির্ভরশীল। আল্লাহ্র বিশ্বজনীন পরিকল্পনা কার্যকর হবেই। যারা বোকা শুধু তারাই ভাবতে পারে এবং গোপনে ষড়যন্ত্র করতে পারে যে, তারা প্রতারণার মাধ্যমে গরীবকে তার অধিকারচ্যুত করবে। কারণ গরীবের এই অধিকার আল্লাহ্ প্রদত্ত অধিকার। তারা ভুলে যায় যে, আল্লাহ্ প্রদত্ত অধিকারকে কেউ কেড়ে নিতে পারে না। কেউ তা করতে গেলে সে নিজেই হয় ক্ষতিগ্রস্থ। সুতারাং আল্লাহ্র ইচ্ছার কাছে আত্মসমর্পন -ই হচ্ছে জীবনের প্রকৃত শিক্ষা।