এটা ধ্রুব সত্য।
Verily, this! This is an absolute Truth with certainty.
إِنَّ هَذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ
Inna hatha lahuwa haqqu alyaqeeni
YUSUFALI: Verily, this is the Very Truth and Certainly.
PICKTHAL: Lo! this is certain truth.
SHAKIR: Most surely this is a certain truth.
KHALIFA: This is the absolute truth.
৯৩। তাদের জন্য রয়েছে ফুটন্ত পানির আপ্যায়ন,
৯৪। এবং জাহান্নামের দহন।
৯৫। ইহা তো ধ্রুব সত্য ৫২৭২
৫২৭২। পরলোকের জীবন তো ধ্রুব সত্য। আত্মার অমরত্ব ও পরলোকে ইহলোকের কর্মের হিসাব প্রদান হচ্ছে বিশ্বাস বা ঈমানের মূল ভিত্তি। এই “বিশ্বাস” ব্যতীত পার্থিব জীবনে যে, অন্যায় ও পার্থক্য লক্ষ্য করা যায় তা সঠিক ভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়।