2 of 3

056.094

এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে।
And burning in Hell-fire.

وَتَصْلِيَةُ جَحِيمٍ
Watasliyatu jaheemin

YUSUFALI: And burning in Hell-Fire.
PICKTHAL: And roasting at hell-fire.
SHAKIR: And burning in hell.
KHALIFA: and burning in Hell.

৯৩। তাদের জন্য রয়েছে ফুটন্ত পানির আপ্যায়ন,

৯৪। এবং জাহান্নামের দহন।

৯৫। ইহা তো ধ্রুব সত্য ৫২৭২

৫২৭২। পরলোকের জীবন তো ধ্রুব সত্য। আত্মার অমরত্ব ও পরলোকে ইহলোকের কর্মের হিসাব প্রদান হচ্ছে বিশ্বাস বা ঈমানের মূল ভিত্তি। এই “বিশ্বাস” ব্যতীত পার্থিব জীবনে যে, অন্যায় ও পার্থক্য লক্ষ্য করা যায় তা সঠিক ভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়।