অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।
”And drink boiling water on top of it,
فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ
Fashariboona AAalayhi mina alhameemi
YUSUFALI: “And drink Boiling Water on top of it:
PICKTHAL: And thereon ye will drink of boiling water,
SHAKIR: Then drink over it of boiling water;
KHALIFA: “Then drinking on top of it hellish drinks.
৫৩। ” এবং উহা দ্বারা তোমরা তোমাদের উদর পূর্ণ করবে,
৫৪। “এবং উপরন্তু তোমরা ফুটন্ত পানি পান করবে;
৫৫। তীব্র ভাবে তৃষ্ণার্ত অসুস্থ উটের ন্যায় অবশ্যই তোমরা [ তা ] পান করবে ৫২৪৮।
৫২৪৮। পরলোকে ডানদিকের দলের আরাম-আয়েশের বর্ণনার বিপরীতে বামদিকের দলের দুঃখ দুর্দ্দশার চিত্রকে উপস্থাপন করা হয়েছে।