তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে,
”You verily will eat of the trees of Zaqqûm.
لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ
Laakiloona min shajarin min zaqqoomin
YUSUFALI: “Ye will surely taste of the Tree of Zaqqum.
PICKTHAL: Ye verily will eat of a tree called Zaqqum
SHAKIR: Most surely eat of a tree of Zaqqoom,
KHALIFA: “Will eat from the trees of bitterness.
৫১। ” ওহে পাপীরা ! যারা [ সত্যকে ] মিথ্যা বলে জানতে, –
৫২। ” তোমরা অবশ্যই যাক্কুম বৃক্ষের আস্বাদন গ্রহণ করবে ৫২৪৭।
৫২৪৭। যাক্কুম বৃক্ষ হচ্ছে অভিশপ্ত বৃক্ষ যার উল্লেখ আছে [ ১৭ : ৬০ ] আয়াতে ও টিকা ২২৫০। আরও দেখুন [ ৩৭: ৬২ ] ও টিকা ৪০৭২ ; এবং আয়াত [ ৪৪ : ৪৩ – ৪৬] ও টিকা ৪৭২২।