2 of 3

056.043

এবং ধুম্রকুঞ্জের ছায়ায়।
And shadow of black smoke,

وَظِلٍّ مِّن يَحْمُومٍ
Wathillin min yahmoomin

YUSUFALI: And in the shades of Black Smoke:
PICKTHAL: And shadow of black smoke,
SHAKIR: And the shade of black smoke,
KHALIFA: Even their shade is hot.

৪৩। এবং কালো ধুঁয়ার ছায়াতে ৫২৪৩

৫২৪৩। “কৃষ্ণ বর্ণের ধূম্রের ছায়া” – এই বাক্যটি দ্বারা বুঝানো হয়েছে যে, দোযখের ছায়ার রূপও হবে ভিন্নতর। বেহেশতের সদা প্রবাহ মান স্রোতস্বীনির পার্শ্বে অবস্থিত বৃক্ষের ছায়ার বিপরীতে তুলনা করা হয়েছে কালো ধোঁয়ার ছায়ার।