কিন্তু শুনবে সালাম আর সালাম।
But only the saying of: Salâm!, Salâm! (greetings with peace) !
إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا
Illa qeelan salaman salaman
YUSUFALI: Only the saying, “Peace! Peace”.
PICKTHAL: (Naught) but the saying: Peace, (and again) Peace.
SHAKIR: Except the word peace, peace.
KHALIFA: Only the utterance: “Peace, peace.”
২৬। কেবলমাত্র বলা হবে, ” শান্তি, শান্তি।” ৫২৩৬
৫২৩৬। মানুষ যা চিন্তা করে, তা কথার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে থাকে। ভাষা হচ্ছে ‘চিন্তার’ বা মনোভাবের মাধ্যম। বেহেশতের যে পরিবেশ তা প্রকাশ করা হবে ‘সালাম’ বা শান্তি বাক্যটি দ্বারা যা বেহেশতের সর্বোচ্চ সুখ ও শান্তির প্রতীক।