2 of 3

056.015

স্বর্ণ খচিত সিংহাসন।
(They will be) on thrones woven with gold and precious stones,

عَلَى سُرُرٍ مَّوْضُونَةٍ
AAala sururin mawdoonatin

YUSUFALI: (They will be) on Thrones encrusted (with gold and precious stones),
PICKTHAL: On lined couches,
SHAKIR: On thrones decorated,
KHALIFA: On luxurious furnishings.

১৪। এবং [ অগ্রবর্তীদের ] অল্প সংখ্যক হবে পরবর্তী যুগের।

১৫। স্বর্ণ-খচিত আসনে [ তারা সমাসীন হবে ], ৫২২৯

৫২২৯। “স্বর্ণ খচিত আসন ” এই বাক্যটি দ্বারা সম্মানীত ব্যক্তির আসনকে চিহ্নিত করা হয়েছে। এই সম্মান পার্থিব জীবনের নয়, এই সম্মান আধ্যাত্মিক। যিনি আধ্যাত্মিক জীবনে যত উন্নতি করেছেন, আল্লাহ্‌র যত নৈকট্য লাভ করেছেন তার জন্য বেহেশতে তত উচ্চ স্থান নির্দ্দিষ্ট করা হবে।