2 of 3

056.011

তারাই নৈকট্যশীল,
These will be those nearest to Allâh.

أُوْلَئِكَ الْمُقَرَّبُونَ
Ola-ika almuqarraboona

YUSUFALI: These will be those Nearest to Allah:
PICKTHAL: Those are they who will be brought nigh
SHAKIR: These are they who are drawn nigh (to Allah),
KHALIFA: They are those who will be closest (to God).

১১। তারাই হবে [আল্লাহ্‌র ] নিকটতম ৫২২৭ ;

১২। প্রশান্তির বাগান সমূহে।

৫২২৭। দেখুন পূর্বের টিকা নং ৫২২৩। আধ্যাত্মিক জীবনে যে যত আল্লাহ্‌র নিকটবর্তী হবেন তাঁর আত্মিক প্রশান্তি তত গাঢ় ও তীব্র হবে। আত্মা, যাকে “রূহু” বলে সম্বোধন করা হয় যা আল্লাহ্‌ আমাদের এই নশ্বর দেহের মাঝে ফুঁকে দিয়েছেন তা আল্লাহ্‌রই রূহুর অংশ। রূহু যত তাঁর স্ব অবস্থানের নিকটবর্তী হবে তত তার মাঝে প্রশান্তি বৃদ্ধি পাবে। মানব আত্মা পরমাত্মারই অংশ যাকে এই নশ্বর দেহের মাঝে বন্দী করে পৃথিবীতে প্রেরণ করা হয়, যার মুক্তি ঘটে ‘বিশ্বাস’ ও সৎকাজের মাধ্যমে।