2 of 3

056.004

যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।
When the earth will be shaken with a terrible shake.

إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا
Itha rujjati al-ardu rajjan

YUSUFALI: When the earth shall be shaken to its depths,
PICKTHAL: When the earth is shaken with a shock
SHAKIR: When the earth shall be shaken with a (severe) shaking,
KHALIFA: The earth will be shaken up.

০৪। যখন পৃথিবী তার গভীর থেকে প্রকম্পিত হবে,

০৫। এবং পবর্তসমূহ অণু-পরমাণুতে চূর্ণ হয়ে যাবে ৫২২৪,

০৬। পরিণত হবে বিক্ষিপ্ত ধূলিকণাতে

৫২২৪। আয়াতে [ ৪ – ৬ ] বর্ণনা করা হয়েছে কেয়ামত দিবসে পৃথিবীর অবস্থা। অল্প কয়েকটি বাক্যে যে চিত্র আঁকা হয়েছে তা অতি ভয়াবহ। আমাদের এই চেনা পৃথিবী অর্ন্তহিত হয়ে যাবে এবং নূতন পৃথিবীর সৃষ্টি হবে।