করুনাময় আল্লাহ।
The Most Beneficent (Allâh)!
الرَّحْمَنُ
Alrrahmanu
YUSUFALI: (Allah) Most Gracious!
PICKTHAL: The Beneficent
SHAKIR: The Beneficent Allah,
KHALIFA: The Most Gracious.
০১। [আল্লাহ্ ] পরম করুণাময় !
০২। তিনিই কুর-আন শিক্ষা দিয়েছেন ৫১৭২।
৫১৭২। পরম করুণাময় আল্লাহ্র নিকট থেকে প্রত্যাদেশ বা কোরাণ পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। কোরাণ আল্লাহ্র অসীম অনুগ্রহ ও ক্ষমার স্বাক্ষর। আল্লাহ্ সকল স্বর্গীয় জ্যোতির উৎস এবং তার জ্যোতি নিখিল বিশ্বভূবন ব্যপী বিকির্ণ হয়।