2 of 3

053.049

তিনি শিরা নক্ষত্রের মালিক।
And that He (Allâh) is the Lord of Sirius (the star which the pagan Arabs used to worship);

وَأَنَّهُ هُوَ رَبُّ الشِّعْرَى
Waannahu huwa rabbu alshshiAAra

YUSUFALI: That He is the Lord of Sirius (the Mighty Star);
PICKTHAL: And that He it is Who is the Lord of Sirius; SHAKIR: And that He is the Lord of the Sirius;
KHALIFA: He is the Lord of the galaxies.

৪৯। আর, তিনিই [ শক্তিশালী ] সিরিয়াস নক্ষত্রের প্রভু ৫১১৯ ;

৫১১৯। দশম বাণীটি শক্তিশালী প্রাকৃতিক ব্যাপারের উপরে বলা হয়েছে। “শিরা” একটি নক্ষত্র যা সৌর বৎসরের প্রথমার্দ্ধে যেমন : জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত আকাশে দৃশ্যমান হয়। আকাশে শিরা নক্ষত্রের উপস্থিতি অত্যন্ত উজ্জ্বল। এই গ্রহটি উজ্জ্বল নীলাভ আলো বিকিরণ করে থাকে, যা মোশরেক আরবদের মনে ভয় ও বিস্ময়ের উৎপাদন করতো। ফলে মোশরেক আরবেরা শিরা নক্ষত্রকে ঐশ্বরিক ক্ষমতার প্রতীক হিসেবে পূঁজা করতো। কিন্তু এই উজ্জ্বল আলো বিকিরণকারী শিরা নক্ষত্রের স্রষ্টাও মহাশক্তিধর আল্লাহ্‌। সকল উপাসনা সেই মহাপরাক্রমশালী আল্লাহ্‌র-ই প্রাপ্য।