এবং ইব্রাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল?
And of Ibrâhim (Abraham) who fulfilled (or conveyed) all that (what Allâh ordered him to do or convey),
وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّى
Wa-ibraheema allathee waffa
YUSUFALI: And of Abraham who fulfilled his engagements?-
PICKTHAL: And Abraham who paid his debt:
SHAKIR: And (of) Ibrahim who fulfilled (the commandments):
KHALIFA: And Abraham who fulfilled?
৩৭। এবং অঙ্গীকার পালনকারী ইব্রাহীমের [ কিতাবের ] ৫১১১, ৫১১২।
৫১১১। “ইব্রাহীমের কিতাব” বর্তমানে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে। কিন্তু “The Testament of Abraham” নামে মূল হিব্রু ভাষার একটি বই গ্রীক ভাষাতে অনুদিত আছে। দেখুন সূরা [ ৮৭ : ১৯] আয়াতের ৬০৯৪ নম্বর টিকা যেখানে মুসার কিতাব ও ইব্রাহীমের কিতাবের উল্লেখ একই সাথে আছে।
৫১১২। হযরত ইব্রাহীম একনিষ্ঠভাবে আল্লাহ্র অর্পিত দায়িত্ব পালন করেন যে কারণে তাঁর উপাধি ছিলো “হানিফ” বা “বিশ্বাসে বিশ্বস্ত”। দেখুন সূরা [ ১৬ : ১২০, ১২৩ ]।