2 of 3

053.037

এবং ইব্রাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল?
And of Ibrâhim (Abraham) who fulfilled (or conveyed) all that (what Allâh ordered him to do or convey),

وَإِبْرَاهِيمَ الَّذِي وَفَّى
Wa-ibraheema allathee waffa

YUSUFALI: And of Abraham who fulfilled his engagements?-
PICKTHAL: And Abraham who paid his debt:
SHAKIR: And (of) Ibrahim who fulfilled (the commandments):
KHALIFA: And Abraham who fulfilled?

৩৭। এবং অঙ্গীকার পালনকারী ইব্রাহীমের [ কিতাবের ] ৫১১১, ৫১১২।

৫১১১। “ইব্রাহীমের কিতাব” বর্তমানে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে। কিন্তু “The Testament of Abraham” নামে মূল হিব্রু ভাষার একটি বই গ্রীক ভাষাতে অনুদিত আছে। দেখুন সূরা [ ৮৭ : ১৯] আয়াতের ৬০৯৪ নম্বর টিকা যেখানে মুসার কিতাব ও ইব্রাহীমের কিতাবের উল্লেখ একই সাথে আছে।

৫১১২। হযরত ইব্রাহীম একনিষ্ঠভাবে আল্লাহ্‌র অর্পিত দায়িত্ব পালন করেন যে কারণে তাঁর উপাধি ছিলো “হানিফ” বা “বিশ্বাসে বিশ্বস্ত”। দেখুন সূরা [ ১৬ : ১২০, ১২৩ ]।