2 of 3

053.011

রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে।
The (Prophet’s) heart lied not (in seeing) what he (Muhammad SAW) saw.

مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى
Ma kathaba alfu-adu ma raa

YUSUFALI: The (Prophet’s) (mind and) heart in no way falsified that which he saw.
PICKTHAL: The heart lied not (in seeing) what it saw.
SHAKIR: The heart was not untrue in (making him see) what he saw.
KHALIFA: The mind never made up what it saw.

১১। [ নবীর ] হৃদয় এবং মন, সে যা দেখেছে, তাতে ভুল করে নাই ৫০৯১।

৫০৯১। এই আয়াতে ‘সে ‘ দ্বারা রাসুলুল্লাহকে (সা ) বোঝানো হয়েছে। আরবীতে heart বা অন্তঃকরণ বলতে মানসিক দক্ষতা সমূহ যেমন বুদ্ধিমত্তা এবং আবেগ ও অনুভূতিকে বোঝানো হয়। এখানে বলা হয়েছে যে রাসুলুল্লাহ্‌ (সা ) যা দেখেছেন তা পবিত্র সত্য এর মাঝে কোন দৃষ্টি বিভ্রম বা বিভ্রান্তি নাই।