2 of 3

053.010

তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন।
So did (Allâh) convey the Inspiration to His slave [Muhammad SAW through Jibrael (Gabriel) ].

فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى
Faawha ila AAabdihi ma awha

YUSUFALI: So did (Allah) convey the inspiration to His Servant- (conveyed) what He (meant) to convey.
PICKTHAL: And He revealed unto His slave that which He revealed.
SHAKIR: And He revealed to His servant what He revealed.
KHALIFA: He then revealed to His servant what was to be revealed.

১০। এরূপেই [ আল্লাহ্‌ ] তাঁর বান্দাকে ওহী সমর্পন করেন ৫০৯০ ; তিনি যা জানাতে চেয়েছিলেন [ তা জানান ]।

৫০৯০। জিব্রাইল (আ) ছিলেন আল্লাহ্‌র প্রেরিত দূত বিশেষ। তিনি শুধুমাত্র আল্লাহ্‌র বাণী বহন করে নিয়ে এসেছিলেন।