ইনসাফ অবশ্যম্ভাবী।
And verily, the Recompense is sure to happen.
وَإِنَّ الدِّينَ لَوَاقِعٌ
Wa-inna alddeena lawaqiAAun
YUSUFALI: And verily Judgment and Justice must indeed come to pass.
PICKTHAL: And lo! the judgment will indeed befall.
SHAKIR: And the judgment must most surely come about.
KHALIFA: The Day of Judgment is inevitable.
০৬। অবশ্যই ন্যায় বিচার অবশ্যম্ভাবী ৪৯৯২।
৪৯৯২। ‘Din’ প্রতিটি লোককে তার প্রাপ্য অনুযায়ী অংশ দেওয়া। এই শব্দটি ব্যবহার হয়েছে শেষ বিচারের দিনের পরিপ্রেক্ষিতে পৃথিবীর জীবনের সকল অসমতা, সকল অন্যায়, অবিচারের সেদিন সমতা আনায়ন করা হবে।