1 of 3

050.030

যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব; তুমি কি পূর্ণ হয়ে গেছ? সে বলবেঃ আরও আছে কি?
On the Day when We will say to Hell: ”Are you filled?” It will say: ”Are there any more (to come)?”

يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِن مَّزِيدٍ
Yawma naqoolu lijahannama hali imtala/ti wataqoolu hal min mazeedin

YUSUFALI: One Day We will ask Hell, “Art thou filled to the full?” It will say, “Are there any more (to come)?”
PICKTHAL: On the day when We say unto hell: Art thou filled? and it saith: Can there be more to come?
SHAKIR: On the day that We will say to hell: Are you filled up? And it will say: Are there any more?
KHALIFA: That is the day when we ask Hell, “Have you had enough?” It will say, “Give me more.”

রুকু – ৩

৩০। সেই দিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করবো, ” তুমি কি পূর্ণ হয়ে গেছ ? ” জাহান্নাম বলবে, ” আরও বাকী আছে কি ? ” ৪৯৬৭

৪৯৬৭। আল্লাহ্‌র দয়া ও করুণা যেমন সীমাহীন, ঠিক তদ্রূপ হচ্ছে তাঁর শাস্তির পরিধি। শাস্তির প্রতীক হচ্ছে জাহান্নাম। জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে “তুমি কি পূর্ণ হয়ে গেছ ? ” জাহান্নাম বলবে, “আরও কি আছে, অর্থাৎ তা হলে তাদের আসতে দাও।” যেনো বলতে চায় যে “আমি এখনও পরিতৃপ্ত নই।”