1 of 3

048.013

যারা আল্লাহ ও তাঁর রসূলে বিশ্বাস করে না, আমি সেসব কাফেরের জন্যে জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছি।
And whosoever does not believe in Allâh and His Messenger (Muhammad SAW), then verily, We have prepared for the disbelievers a blazing Fire .

وَمَن لَّمْ يُؤْمِن بِاللَّهِ وَرَسُولِهِ فَإِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَعِيرًا
Waman lam yu/min biAllahi warasoolihi fa-inna aAAtadna lilkafireena saAAeeran

YUSUFALI: And if any believe not in Allah and His Messenger, We have prepared, for those who reject Allah, a Blazing Fire!
PICKTHAL: And so for him who believeth not in Allah and His messenger – Lo! We have prepared a flame for disbelievers.
SHAKIR: And whoever does not believe in Allah and His Messenger, then surely We have prepared burning fire for the unbelievers.
KHALIFA: Anyone who refuses to believe in GOD and His messenger, we have prepared for the disbelievers a hellfire.

১৩। কেহ যদি আল্লাহ্‌ ও তাঁর রসুলে বিশ্বাস না করে, তবে যারা আল্লাহকে প্রত্যাখান করে তাদের জন্য এক জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছি।

১৪। আকাশমন্ডলী ও পৃথিবী আল্লাহ্‌রই অধীনে। তিনি যাকে খুশী ক্ষমা করেন ৪৮৮২, এবং যাকে খুশী শাস্তি দান করেন। আল্লাহ্‌ তো বারে বারে ক্ষমাশীল ও পরম দয়ালু।

৪৮৮২। পাপী তার পাপ কাজের জন্য অবশ্যই শাস্তি ভোগ করবে। এর থেকে তার নিস্তার নাই। এই হচ্ছে স্বর্গীয় আইন। তবে এর থেকে নিষ্কৃতি লাভ করার উপায় আছে। অনুতাপের মাধ্যমে আত্মসংশোধনের দ্বারা আল্লাহ্‌র ক্ষমা ও করুণা লাভ করা যায়। আল্লাহ্‌ করুণা ও দয়ার আঁধার। এরূপ ক্ষেত্রে আল্লাহ্‌র পাপীদের পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেন। সৃষ্টির মাঝে আল্লাহ্‌র ক্ষমা ও করুণা প্রতিটি পরমাণুতে ভাস্বর। “তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।” এই-ই হচ্ছে আল্লাহর ইচ্ছা বা বিধান।