1 of 3

044.052

উদ্যানরাজি ও নির্ঝরিণীসমূহে।
Among Gardens and Springs;

فِي جَنَّاتٍ وَعُيُونٍ
Fee jannatin waAAuyoonin

YUSUFALI: Among Gardens and Springs;
PICKTHAL: Amid gardens and watersprings,
SHAKIR: In gardens and springs;
KHALIFA: Enjoying gardens and springs.

৫২। উদ্যান ও প্রস্রবণের মাঝে ;

৫৩। তারা মিহি রেশম ও মূল্যবান ব্রকেডের বস্ত্র পরিধান করে পরস্পরের মুখোমুখি বসবে ৪৭২৬, ৪৭২৭ ,

৪৭২৬। দেখুন অনুরূপ আয়াত [ ১৮ : ৩১] ও টিকা ২৩৭৩।

৪৭২৭। মুত্তাকীদের বেহেশতের জীবনধারা বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে, সে জীবন হবে স্বচ্ছ ও পবিত্র। কোন ষড়যন্ত্র বা গোপনীয়তা সে জীবনকে কলুষিত করতে পারবে না। সেখানে সামাজিক জীবনে কোনও গোপনীয়তা বা ঈর্ষা , একচেটিয়া মনোভাব বা স্বাতন্ত্রবোধ সামাজিক জীবনের পবিত্রতা নষ্ট করবে না। কারণ সকলেই এসব মুক্ত থাকবে। ‘মুখোমুখি বসবে ‘ বাক্যটি দ্বারা এই সাম্যের ভাবকেই ধারণ করা হয়েছে।