1 of 3

042.002

আইন, সীন ক্বা-ফ।
’Aîn­Sîn­Qâf. [These letters are one of the miracles of the Qur’ân, and none but Allâh (Alone) knows their meanings].

عسق
AAayn-seen-qaf

YUSUFALI: ‘Ain. Sin. Qaf.
PICKTHAL: A’in. Sin. Qaf.
SHAKIR: Ain Sin Qaf.
KHALIFA: `A. S. Q.

০২। আইন – সীন – কাফ ৪৫২৭।

৪৫২৭। এই সূরাতে দুই সেট বা কেতা সংক্ষিপ্ত অক্ষর স্থাপন করা হয়েছে। এক সেট প্রথম আয়াত ও দ্বিতীয় সেট হচ্ছে দ্বিতীয় আয়াতে। দ্বিতীয় সেটে অক্ষরদ্বয়ের কোন নির্ভর যোগ্য ব্যাখ্যা পাওয়া যায় না। সুতারাং এর থেকে বিরত থাকা হলো।