এটা ক্ষমাশীল করুনাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন।
”An entertainment from (Allâh), the Oft-Forgiving, Most Merciful.”
نُزُلًا مِّنْ غَفُورٍ رَّحِيمٍ
Nuzulan min ghafoorin raheemin
YUSUFALI: “A hospitable gift from one Oft-Forgiving, Most Merciful!”
PICKTHAL: A gift of welcome from One Forgiving, Merciful.
SHAKIR: A provision from the Forgiving, the Merciful.
KHALIFA: “(Such is your) ultimate abode, from a Forgiver, Most Merciful.”
৩২। “বারে বারে ক্ষমাশীল , পরম করুণাময় আল্লাহ্র নিকট থেকে এটা হচ্ছে আতিথেয়তা ৪৫০২।”
৪৫০২। দেখুন আয়াত [ ৩ : ১৯৮ ]। আল্লাহ্র অসীম করুণা ও অনুগ্রহের ফলে মোমেন বান্দারা আল্লাহ্র ক্ষমা লাভ করবে। পরলোকে তাদেরই অবস্থান এখানে বর্ণনা করা হয়েছে। আল্লাহ্র পক্ষ থেকে তাদের সম্মানীয় অতিথিরূপে আপ্যায়ন করা হবে।