1 of 3

039.072

বলা হবে, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ কর, সেখানে চিরকাল অবস্থানের জন্যে। কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল।
(To them) will be said: “Enter ye the gates of Hell, to dwell therein: and evil is (this) Abode of the Arrogant!”

قِيلَ ادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ
Qeela odkhuloo abwaba jahannama khalideena feeha fabi/sa mathwa almutakabbireena

YUSUFALI: (To them) will be said: “Enter ye the gates of Hell, to dwell therein: and evil is (this) Abode of the Arrogant!”
PICKTHAL: It is said (unto them): Enter ye the gates of hell to dwell therein. Thus hapless is the journey’s end of the scorners.
SHAKIR: It shall be said: Enter the gates of hell to abide therein; so evil is the abode of the proud.
KHALIFA: It will be said, “Enter the gates of Hell, wherein you abide forever.” What a miserable destiny for the arrogant.

৭২। [ তাদের ] বলা হবে , ” জাহান্নামের দ্বারাসমূহে প্রবেশ কর, সেখানে বসবাস করার জন্য। উদ্ধতদের জন্য [ তা ] কত নিকৃষ্ট আবাসস্থল ! ” ৪৩৫০

৪৩৫০। “কত নিকৃষ্ট উদ্ধতদিগের আবাসস্থল ” – উদ্ধতপনা হচ্ছে আত্ম অহংকারের সর্বোচ্চ রূপ এবং তা হচ্ছে সকল পাপের শিকড় বা মূল। শয়তানের উদাহরণের মাধ্যমে আল্লাহ্‌ আমাদের এই সত্যকে শিক্ষা দিয়েছেন। দেখুন [ ২ :৩৪ ] আয়াত এবং আরও অনেক আয়াত।