বলুন, আমি আমার পালনকর্তার অবাধ্য হলে এক মহাদিবসের শাস্তির ভয় করি।
Say: “I would, if I disobeyed my Lord, indeed have fear of the Penalty of a Mighty Day.”
قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
Qul innee akhafu in AAasaytu rabbee AAathaba yawmin AAatheemin
YUSUFALI: Say: “I would, if I disobeyed my Lord, indeed have fear of the Penalty of a Mighty Day.”
PICKTHAL: Say: Lo! if I should disobey my Lord, I fear the doom of a tremendous Day.
SHAKIR: Say: I fear, if I disobey my Lord, the chastisement of a grievous day.
KHALIFA: Say, “I fear, if I disobeyed my Lord, the retribution of a great day.”
১৩। বল, ” যদি আমি আমার প্রভুকে অমান্য করি ,তবে নিশ্চয় আমি মহাদিনের শাস্তির ভয় করি ৪২৬৩।”
৪২৬৩। দেখুন সূরা [ ৬ : ২৫ ] আয়াত। আধ্যাত্মিক জগতে সর্বাপেক্ষা কঠিন শাস্তি হচ্ছে আল্লাহ্র অসন্তুষ্টি। এর বিপরীত হচ্ছে আল্লাহ্র সন্তুষ্টি লাভ করা , যার পরিণতি হচ্ছে আত্মার মাঝে স্রষ্টার সান্নিধ্য অনুভব করা , আল্লাহ্র সন্তুষ্টি ও অনুগ্রহ অর্জন করা। আল্লাহ্র অনুগ্রহ বঞ্চিত আত্মায় আল্লাহ্র নূর প্রবেশে বাঁধা পায় ফলে সে হয় অন্ধকারে নিমজ্জিত যার শেষ পরিণতি দোযখের আগুন।