অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়।
That they would certainly be assisted,
إِنَّهُمْ لَهُمُ الْمَنصُورُونَ
Innahum lahumu almansooroona
YUSUFALI: That they would certainly be assisted,
PICKTHAL: That they verily would be helped,
SHAKIR: Most surely they shall be the assisted ones
KHALIFA: They are surely the victors.
১৭১। আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির হয়েছে যে,
১৭২। অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হবে।
১৭৩। এবং আমার বাহিনীই বিজয়ী হবে ৪১৩৯।
৪১৩৯। এই বিজয় আল্লাহ্র সত্যের বিজয়, আল্লাহ্র বাহিনীর বিজয়। এই বিজয়ে আল্লাহ্র সৈনিকেরা ,যারা অবিচলিতভাবে স্ব স্ব কর্তব্য করে গেছেন , তারা সকলেই এই বিজয়ের অংশীদার। সকলেই আল্লাহ্র বাহিনী।