আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে,
Already has Our Word been passed before (this) to our Servants sent (by Us),
وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِينَ
Walaqad sabaqat kalimatuna liAAibadina almursaleena
YUSUFALI: Already has Our Word been passed before (this) to our Servants sent (by Us),
PICKTHAL: And verily Our word went forth of old unto Our bondmen sent (to warn)
SHAKIR: And certainly Our word has already gone forth in respect of Our servants, the messengers:
KHALIFA: Our decision is already decreed for our servants the messengers.
১৭১। আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির হয়েছে যে,
১৭২। অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হবে।
১৭৩। এবং আমার বাহিনীই বিজয়ী হবে ৪১৩৯।
৪১৩৯। এই বিজয় আল্লাহ্র সত্যের বিজয়, আল্লাহ্র বাহিনীর বিজয়। এই বিজয়ে আল্লাহ্র সৈনিকেরা ,যারা অবিচলিতভাবে স্ব স্ব কর্তব্য করে গেছেন , তারা সকলেই এই বিজয়ের অংশীদার। সকলেই আল্লাহ্র বাহিনী।