এটাই প্রমাণ যে, আল্লাহ-ই সত্য এবং আল্লাহ ব্যতীত তারা যাদের পূজা করে সব মিথ্যা। আল্লাহ সর্বোচ্চ, মহান।
That is because Allâh, He is the Truth, and that which they invoke besides Him is AlBâtil (falsehood, Satan and all other false deities), and that Allâh, He is the Most High, the Most Great.
ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِ الْبَاطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ الْعَلِيُّ الْكَبِيرُ
Thalika bi-anna Allaha huwa alhaqqu waanna ma yadAAoona min doonihi albatilu waanna Allaha huwa alAAaliyyu alkabeeru
YUSUFALI: That is because Allah is the (only) Reality, and because whatever else they invoke besides Him is Falsehood; and because Allah,- He is the Most High, Most Great.
PICKTHAL: That (is so) because Allah, He is the True, and that which they invoke beside Him is the False, and because Allah, He is the Sublime, the Great.
SHAKIR: This is because Allah is the Truth, and that which they call upon besides Him is the falsehood, and that Allah is the High, the Great.
KHALIFA: This proves that GOD is the truth, while any idol they set up beside Him is falsehood, and that GOD is the Most High, Most Great.
৩০। এর কারণ, আল্লাহ্ই [ একমাত্র ] সত্য এবং তাঁকে ব্যতীত আর যার কাছেই তারা প্রার্থনা করে তা মিথ্যা। এবং কারণ আল্লাহ্ই সর্বোচ্চ সুমহান ৩৬১৯।
৩৬১৯। দেখুন [২২ : ৬২ ] আয়াত এবং টিকা ২৮৪২ এবং ২৮৪৩। বিশ্ব প্রকৃতির মাঝে,সৃষ্টির অতি সুক্ষ তারতম্য ও জটিলতার মাঝে এক সুক্ষ সমন্বয় বিদ্যমান। প্রকৃতির প্রতিটি পরিবর্তন নির্দ্দিষ্ট আইনের মাধ্যমে ঘটে থাকে যাকে আমরা বিজ্ঞানের সুত্র বলে থাকি। এই আইন প্রকৃতির সকল বস্তু অক্ষরে অক্ষরে মেনে চলে। উদাহরণ স্বরূপ বলা যায়ঃ আলোর কথাঃ আলোর যা ধর্ম তা পৃথিবীর যে কোনও স্থানেই এক এমন কি গ্রহগ্রহান্তরেও তা অপরিবর্তনীয়। এ কথা প্রতিটি বস্তুর প্রতিই প্রযোজ্য। এই সত্য স্রষ্টার একত্বের দিকে নির্দ্দেশ দান করে। স্রষ্টা এক ও অদ্বিতীয়। তিনিই অনন্ত সত্য। তার সমকক্ষ কাউকে কল্পনা করার অর্থই হচ্ছে মিথ্যার উপাসনা করা। আমাদের কল্পনার জগতের বহু উর্দ্ধে তাঁর অবস্থান।