1 of 3

031.003

হেদায়েত ও রহমত সৎকর্মপরায়ণদের জন্য।
A guide and a mercy for the Muhsinûn (good­doers)

هُدًى وَرَحْمَةً لِّلْمُحْسِنِينَ
Hudan warahmatan lilmuhsineena

YUSUFALI: A Guide and a Mercy to the Doers of Good,-
PICKTHAL: A guidance and a mercy for the good,
SHAKIR: A guidance and a mercy for the doers of goodness,
KHALIFA: A beacon and a mercy for the righteous.

০৩। সৎকর্মশীলদের জন্য পথ নির্দ্দেশ ও দয়া স্বরূপ , ৩৫৮১-

৩৫৮১। এখানে কোরাণকে বলা হয়েছে ” পথ নির্দ্দেশ ” এবং জীবন পথের “দয়া স্বরূপ “। তবে শর্ত দেয়া হয়েছে কোরাণের পথ নির্দ্দেশ তারাই গ্রহণ করতে পারবে যারা সৎকর্মপরায়ণ বা পূণ্যাত্মা। অর্থাৎ পাপীদের আত্মায় কোরাণের বাণীর কোনও প্রভাবই পড়বে না।