তাঁর নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে, তিনি মৃত্তিকা থেকে তোমাদের সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ, পৃথিবীতে ছড়িয়ে আছ।
And among His Signs is this, that He created you (Adam) from dust, and then [Hawwa’ (Eve) from Adam’s rib, and then his offspring from the semen, and], – behold you are human beings scattered!
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ إِذَا أَنتُم بَشَرٌ تَنتَشِرُونَ
Wamin ayatihi an khalaqakum min turabin thumma itha antum basharun tantashiroona
YUSUFALI: Among His Signs in this, that He created you from dust; and then,- behold, ye are men scattered (far and wide)!
PICKTHAL: And of His signs is this: He created you of dust, and behold you human beings, ranging widely!
SHAKIR: And one of His signs is that He created you from dust, then lo! you are mortals (who) scatter.
KHALIFA: Among His proofs is that He created you from dust, then you became reproducing humans.
রুকু – ৩
২০। তাঁর অন্যতম নিদর্শন হচ্ছে এই যে, তিনি ধূলা থেকে তোমাদের সৃষ্টি করেছেন ৩৫২৪। এবং তার পরে দেখো, এখন তোমরা মানুষ [ হিসেবে দূর দূরান্তরে ] ছড়িয়ে পড়েছ।
৩৫২৪। দেখুন [ ১৮ : ৩৭ ] ও টিকা ২৩৭৯। যদিও মানুষের সৃষ্টি মাটির ন্যায় অত্যন্ত নগন্য বস্তু থেকে। কিন্তু এই নশ্বর দেহের অভ্যন্তরে আল্লাহ্ তাকে আত্মা ও মন দান করেছেন; যা স্রষ্টা তাঁর আর কোনও সৃষ্টিকে দান করেন নাই। এর ফলে মানুষ স্থান, কাল ও পাত্রের উর্দ্ধে নিজেকে স্থাপন করতে সক্ষম। ধূলির মানুষ তার নিজস্ব অস্তিত্বের উর্দ্ধে ফেরেশতা সমতুল্য হতে পারে। এও কি স্রষ্টার এক অত্যাচার্য নিদর্শন নয় ? জাগতিক দৃষ্টিকোণ থেকে ধূলির মানুষ কিভাবে পৃথিবীতে সকলের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করে, কিভাবে সে পৃথিবী জয় করে এবং পৃথিবীর সূদূর প্রান্ত পর্যন্ত নিজ অস্তিত্ব রক্ষা করে চলেছে এও কি আল্লাহ্র নিদর্শন নয় ?