1 of 3

028.041

আমি তাদেরকে নেতা করেছিলাম। তারা জাহান্নামের দিকে আহবান করত। কেয়ামতের দিন তারা সাহায্য প্রাপ্ত হবে না।
And We made them leaders inviting to the Fire, and on the Day of Resurrection, they will not be helped.

وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَدْعُونَ إِلَى النَّارِ وَيَوْمَ الْقِيَامَةِ لَا يُنصَرُونَ
WajaAAalnahum a-immatan yadAAoona ila alnnari wayawma alqiyamati la yunsaroona

YUSUFALI: And we made them (but) leaders inviting to the Fire; and on the Day of Judgment no help shall they find.
PICKTHAL: And We made them patterns that invite unto the Fire, and on the Day of Resurrection they will not be helped.
SHAKIR: And We made them Imams who call to the fire, and on the day of resurrection they shall not be assisted.
KHALIFA: We made them imams who led their people to Hell. Furthermore, on the Day of Resurrection, they will have no help.

৪১। এবং আমি তো তাদের জাহান্নামের দিকে আহ্বান করার জন্য নেতা করেছিলাম। এবং শেষ বিচারের দিনে তারা কোন সাহায্য লাভ করবে না।

৪২। এই পৃথিবীর জীবনে তাদের পশ্চাদ্‌ধাবন করেছিলো আমার অভিসম্পাত্‌ ৩৩৭৪। এবং শেষ বিচারের দিনে তারা হবে অতিশয় ঘৃণিতদের অন্যতম।

৩৩৭৪। ফেরাউনের ও তার পরিষদবর্গকে আল্লাহ্‌ দেশ ও জাতির নেতা করে দিয়েছিলেন , কিন্তু এই ভ্রান্ত নেতারা জাতিকে জাহান্নামের দিকে আহ্বান করতো। জাহান্নাম কথাটি এখানে রূপক অর্থে বব্যহৃত। এর অর্থ হচ্ছে পাপের দিকে আহ্বান করতো , যার পরিণাম ছিলো জাহান্নাম। এসব নেতারা যখন ক্ষমতায় আসীন থাকে, মোসাহেব এবং সুযোগ সন্ধানীরা তাদের গুণকীর্তনে আকাশ বাতাস মুখরিত করে তোলে , যার ফলে তারা দম্ভ ও অহংকারে ক্ষমতার অপব্যবহার শুরু করে। এসবের ফলে যখন তাদের পতন শুরু হয়, তারা অসম্মান ও অপমানের সম্মুখীন হয় এই পৃথিবীর জীবনেই। জীবিতকালে যদি কারও কুকীর্তি প্রকাশ নাও হয়, যদি অসম্মানিত নাও হয়, অনেক সময়েই দেখা যায় মৃত্যুর পরে সত্য প্রকাশ পায়। ফলে ভবিষ্যত প্রজন্মের লোকেরা তার নামে অভিসম্পাত করে, কারণ তাদের কুকীর্তি; অন্যায় -অবিচার , লোভ-লালসা ও পাপের ফলশ্রুতি হচ্ছে পরবর্তী প্রজন্মের দুঃখ দুর্দ্দশার কারণ। এসব পাপীরা আল্লাহ্‌র দুনিয়াকে নিকৃষ্ট স্থানে পরিণত করার প্রয়াস পায়। তবে এখানেই তাদের পাপের শেষ পরিণতি নয়। তাদের শেষ পরিণতি হচ্ছে পরলোকের ভয়াবহ শাস্তি। সেখানেই তাদের কাজের প্রকৃত রূপকে প্রকাশ করা হবে এবং মূল্যায়ন করা হবে। ফলে পৃথিবীর সর্বোচ্চ অত্যাচারী শক্তিশালী ব্যক্তি সেখানে সর্বাপেক্ষা নিম্নস্তরে অবস্থান করবে।