যখন মূসা যৌবনে পদার্পন করলেন এবং পরিণত বয়স্ক হয়ে গেলেন, তখন আমি তাঁকে প্রজ্ঞা ও জ্ঞানদান করলাম। এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।
And when he attained his full strength, and was perfect (in manhood), We bestowed on him Hukman (Prophethood, right judgement of the affairs) and religious knowledge [of the religion of his forefathers i.e. Islâmic Monotheism]. And thus do We reward the Muhsinûn (i.e. good doers – see the footnote of V.9:120).
وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ وَاسْتَوَى آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
Walamma balagha ashuddahu waistawa ataynahu hukman waAAilman wakathalika najzee almuhsineena
YUSUFALI: When he reached full age, and was firmly established (in life), We bestowed on him wisdom and knowledge: for thus do We reward those who do good.
PICKTHAL: And when he reached his full strength and was ripe, We gave him wisdom and knowledge. Thus do We reward the good.
SHAKIR: And when he attained his maturity and became full grown, We granted him wisdom and knowledge; and thus do We reward those who do good (to others).
KHALIFA: When he reached maturity and strength, we endowed him with wisdom and knowledge. We thus reward the righteous.
রুকু – ২
১৪। যখন সে পূর্ণ যৌবনে উপণীত ও পরিণত বয়স প্রাপ্ত হলো , এবং [ জীবনে ] দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো ৩৩৪০ ; আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। যারা ভালো কাজ করে তাদের আমি এ ভাবেই পুরষ্কৃত করে থাকি।
৩৩৪০। “পূর্ণ যৌবনে উপণীত ও পরিণত বয়স্ক হলো ” – এই বয়েসকে ধরা যায় ১৮ থেকে ৩০ বৎসরের মধ্যে। এই সময়ের মধ্যে যে কোনও ব্যক্তির শারীরিক বৃদ্ধি সম্পূর্ণ হয়ে যায় এবং মানসিক দক্ষতা সমূহও পূর্ণতাপ্রাপ্ত হয়। তার নৈতিক চরিত্র এবং অভ্যাসসমূহ এক বাঁধাধরা নিয়মে প্রতিষ্ঠিত হয় এবং সে কর্ম জীবনে প্রবেশ লাভ করে। এই বয়সে মুসার চরিত্রে প্রকাশ পায় তার আত্মার পবিত্রতা , মানুষের জন্য মঙ্গলাকাঙ্খা , নিজ সম্প্রদায়ের প্রতি আনুগত্য, বিশ্বস্ততা, এবং সর্বোপরি সকলের জন্য ন্যায়ের প্রতিষ্ঠার প্রতি অনুরাগ। তিনি চরিত্রের এ সব গুণাবলী নিজ চেষ্টায় অর্জন করেন, যার ফলে আল্লাহ্ তাঁকে পুরষ্কৃত করেন হিকমত বা বিবেক এবং জ্ঞান দ্বারা; যেনো এ দ্বারা তিনি ভবিষ্যত জীবনের দুর্যোগকে মোকাবিলা করতে পারেন। মুসার চরিত্রের মাধ্যমে আল্লাহ্ সকল মানুষের জন্য এই বারতা পৌঁছে দিয়েছেন যে, ” আমি সৎকর্ম পরায়ণদিগকে পুরষ্কার প্রদান করে থাকি” হিক্মত ও জ্ঞান দ্বারা।