আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই; তিনি মহা আরশের মালিক।
Allâh, Lâ ilâha illa Huwa (none has the right to be worshipped but He), the Lord of the Supreme Throne!
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
Allahu la ilaha illa huwa rabbu alAAarshi alAAatheemi
YUSUFALI: “Allah!- there is no god but He!- Lord of the Throne Supreme!”
PICKTHAL: Allah; there is no Allah save Him, the Lord of the Tremendous Throne.
SHAKIR: Allah, there is no god but He: He is the Lord of mighty power.
KHALIFA: GOD: there is no other god beside Him; the Lord with the great dominion.
২৬। ” আল্লাহ্ ! তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নাই ! – তিনি মহা আরশের অধিপতি ৩২৬৮। ”
৩২৬৮। হুদ্হুদ্ ছিলো হযরত সুলাইমানের উপযুক্ত পূণ্যাত্মা দূত। তার বক্তব্য ছিলো : প্রথমে সাবাঈনের মিথ্যা উপাস্যের উপাসনার উল্লেখ করে সে একত্ববাদের ঘোষণা করে এবং আল্লাহ্কে মহা আরশের অধিপতিরূপে প্রতিষ্ঠিত করে। কারণ সে সুস্পষ্টভাবে ঘোষণা করে যে, মানুষের সিংহাসন যত চমৎকার ও জাঁকজমকপূর্ণ হোক না কেন [ ২৭ : ২৩ ] – সবার উপরে আল্লাহ্র আরশের অবস্থান। এর মানে এই নয় যে, সে সুলাইমানের বিশ্বস্ত ছিলো না, এখানে শুধু সে একত্ববাদের ধর্মকে ব্যাখ্যাদান করে।