শো’আয়ব বললেন, তোমরা যা কর, সে সম্পর্কে আমার পালনকর্তা ভালরূপে অবহিত।
He said: “My Lord knows best what ye do.”
قَالَ رَبِّي أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ
Qala rabbee aAAlamu bima taAAmaloona
YUSUFALI: He said: “My Lord knows best what ye do.”
PICKTHAL: He said: My Lord is Best Aware of what ye do.
SHAKIR: He said: My Lord knows best what you do.
KHALIFA: He said, “My Lord is the One who knows everything you do.”
১৮৮। সে বলেছিলো, ” আমার প্রভু সব চেয়ে ভালো জানেন তোমরা যা কর।” ৩২১৯
৩২১৯। সুয়েব নবীকে মিথ্যাবাদী প্রতিপন্ন করার জন্য যারা একখন্ড আকাশ ফেলে দিয়ে নবীত্বের প্রমাণের জন্য নবীকে প্রতিদ্বন্দীতায় আহ্বান করেছিলো তারা তা করেছিলো নিজেদের মিথ্যা বাহাদুরী প্রদর্শনের উদ্দেশ্যে। তাদের এই অপমানজনক উক্তির প্রতুত্তরে সুয়েব নবী কোনওরূপ উষ্মা প্রকাশ করেন নাই। তাঁর উত্তর ছিলো, ” তোমাদের কর্মপ্রণালী সম্বন্ধে আল্লাহ্ সম্যক অবগত। তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক। এর বেশী আমি আর কি বলতে পারি ? ” শেষ পর্যন্ত আল্লাহ্ তাদের শাস্তি দান করেন।