1 of 3

026.149

তোমরা পাহাড় কেটে জাঁক জমকের গৃহ নির্মাণ করছ।
“And ye carve houses out of (rocky) mountains with great skill.

وَتَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا فَارِهِينَ
Watanhitoona mina aljibali buyootan fariheena

YUSUFALI: “And ye carve houses out of (rocky) mountains with great skill.
PICKTHAL: Though ye hew out dwellings in the mountain, being skilful?
SHAKIR: And you hew houses out of the mountains exultingly;
KHALIFA: “You carve out of the mountains luxurious mansions.

১৪৯। ” এবং তোমরা তো নৈপুণ্যের সাথে [ কঠিন ] পাহাড় কেটে গৃহ নির্মাণ করেছ।

১৫০। “তোমরা আল্লাহ্‌কে ভয় কর এবং আমার আনুগত্য কর ;

১৫১। ” এবং যারা অমিতব্যয়ী তাদের আদেশ অনুসরণ করো না, ৩২০৫

৩২০৫। এ সব উদ্ধত অহংকারীদের জন্য উপদেশ ছিলো যে, ” তোমাদের দক্ষতা ও নৈপুন্য হতে পারে শ্রেষ্ঠ , কিন্তু এই দক্ষতা ও নৈপুন্যের সাথে সাথে তোমাদের চারিত্রিক গুণাবলী অর্জন করা কর্তব্য। যারা সীমালঙ্ঘনকারী তাদের অনুসরণ করো না। যারা ক্ষমতার ব্যবহারে স্বেচ্ছাচারী, সম্পদ অর্জনে নীতিজ্ঞানহীন , জীবনযাত্রায় অমিতব্যয়ী , বিলাস -ব্যসন ও আত্ম -তুষ্টিতে জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়া পাওয়া মনে করে তারাই সীমালংঘনকারী। কারণ তাদের এই জীবন বোধ, বিকৃত মূল্যবোধ, সমাজ জীবনের ভারসাম্য নষ্ট করে দেয়। সমাজে বিশৃঙ্খলা ও অন্যায় অবিচারের জন্ম দেয়। কিন্তু এদের জন্যও অনুতাপের দুয়ার খোলা আছে। এর পরেও কি এরা অনুতপ্ত হবে না ?