1 of 3

026.133

তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র-সন্তান,
“Freely has He bestowed on you cattle and sons,-

أَمَدَّكُم بِأَنْعَامٍ وَبَنِينَ
Amaddakum bi-anAAamin wabaneena

YUSUFALI: “Freely has He bestowed on you cattle and sons,-
PICKTHAL: Hath aided you with cattle and sons.
SHAKIR: He has given you abundance of cattle and children
KHALIFA: “He provided you with livestock and children.

১৩৩। ” মুক্ত হস্তে তিনি তোমাদের দান করেছেন , গৃহপালিত পশু, সন্তান – সন্ততি , –

১৩৪। ” এবং উদ্যান ও প্রস্রবণ।

১৩৫। “সত্যই আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশংকা করি।” ৩২০০

৩২০০। তোমরা আল্লাহ্‌র দানসমূহের অপব্যবহার করেছ। সুতারাং তোমাদের অনুচিত বিনিয়োগের শাস্তি তোমরা লাভ করবে। এই আশঙ্কাই এই আয়াতে ব্যক্ত করা হয়েছে।