1 of 3

026.132

ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন, যা তোমরা জান।
“Yea, fear Him Who has bestowed on you freely all that ye know.

وَاتَّقُوا الَّذِي أَمَدَّكُم بِمَا تَعْلَمُونَ
Waittaqoo allathee amaddakum bima taAAlamoona

YUSUFALI: “Yea, fear Him Who has bestowed on you freely all that ye know.
PICKTHAL: Keep your duty toward Him Who hath aided you with (the good things) that ye know,
SHAKIR: And be careful of (your duty to) Him Who has given you abundance of what you know.
KHALIFA: “Reverence the One who provided you with all the things you know.

১৩১। ” এখন আল্লাহ্‌কে ভয় কর এবং আমাকে মান্য কর ৩১৯৮।

১৩২। ” হ্যাঁ, তাকেই ভয় কর যিনি তোমাদের মুক্ত হস্তে দান করেছেন তোমরা যা কিছু জান। ৩১৯৯

৩১৯৮। দেখুন টিকা ৩১৮৮।

৩১৯৯। ” মুক্ত হস্তে দান করেছেন ” বাক্যটির অর্থ, পার্থিব ও অপার্থিব যা কিছু আমাদের জীবনকে সুন্দর করে , সমৃদ্ধ করে, সব কিছুই আল্লাহ্‌র দান – তাঁর বান্দাদের জন্য। জাগতিক বিষয় বস্তু ও ধন-সম্পদ হচ্ছে পার্থিব দান। আবার জ্ঞান এবং জ্ঞানকে জীবনের কল্যাণের জন্য ব্যবহার করার ক্ষমতা , যার দ্বারা মানবতা উপকৃত হয়, জীবন সুন্দর হয়, সমৃদ্ধ হয়, মার্জিত হয় সে সবই আল্লাহ্‌র ‘দান’ তাঁর বান্দাদের জন্য। ” আন-আম” অর্থাৎ গৃহপালিত পশু ! পশুর সংখ্যা প্রাচীন কালে পরিগণিত হতো অর্থ-সম্পদের প্রতীক হিসেবে। আবার পুত্র সন্তানকে পরিগণিত করা হতো জনশক্তির প্রতীক হিসেবে। অর্থাৎ ‘জনবল’ হচ্ছে ক্ষমতা ও শক্তির প্রতীক। ‘উদ্যান ও প্রস্রবণ ‘ হচ্ছে আনন্দ ও পরিতৃপ্ত হওয়ার বিষয় বস্তুর প্রতীক। এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে প্রতীক অর্থে , জীবনের বিভিন্ন সুযোগ সুবিধাকে বোঝানোর জন্য। দেখুন নিচের আয়াত সমূহ।